চন্দ্রদীপ নিউজ ডেস্ক : ডেঙ্গুতে মৃত্যু বেড়েই চলছে। এসব মৃত্যু নিয়ে বিভিন্ন হাসপাতালের বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী, ডেঙ্গুতে অধিকাংশ মৃত্যুর জন্য অবহেলাই দায়ী। রিপোর্ট নেগেটিভ হলেও ডেঙ্গুর লক্ষণ নিয়ে চিকিৎসা সেবা বাদ দিয়ে নিশ্চিন্ত থাকেন অনেকে। পরবর্তীকালে জটিলতা হলে চিকিৎসক কিংবা হাসপাতালের শরণাপন্ন হন। ঐ সময় চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন, বিলম্বে আসার কারণে রোগীর অবস্থা ঝুঁকিপূর্ণ। আবার চিকিৎসকদেরও অবহেলা রয়েছে। ডেঙ্গু রোগীর রিপোর্ট নেগেটিভ হলে, অনেক চিকিৎসক গুরুত্ব দিতে চান না। অথচ সেবাপ্রত্যাশীর শরীরে লক্ষণ ডেঙ্গুর। এ কারণে ডাক্তাররা বলেন, উপসর্গই যথেষ্ট। ভুক্তভোগীকে চিকিৎসা সেবা থেকে যেন কোনো ধরনের বিলম্ব করা না হয়।
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, ডেঙ্গু পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসলেই মনে করবেন না ডেঙ্গু হয়নি। এই ভেবেই বাসায় বসে থাকলে জটিলতা আরও বাড়বে এবং মৃত্যুর আশঙ্কা রয়েছে। রিপোর্ট নেগেটিভ হলেও যদি লক্ষণ ও উপসর্গ থাকে তাহলে ডাক্তারের পরামর্শে পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা সেবা নিতে হবে। প্লাটিলেট কমছে কি না সেটা দেখতে হবে। অর্থাৎ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে চিকিৎসা সেবা চালিয়ে যেতে হবে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বেনজীর আহমেদ বলেন, ডেঙ্গুজ্বরে আক্রান্ত হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে এনএস-১ পরীক্ষা করলে পজেটিভ হতে পারে। পাঁচ-ছয় দিন পর পরীক্ষা করলে নেগেটিভ আসে। সপ্তম দিনে আইজিএম পরীক্ষা করলে পজেটিভ রিপোর্ট আসবে। এর দুই দিন পর পরীক্ষা করলে নেগেটিভ আসবে। তখন আইজিজি পরীক্ষা করাতে হবে। এভাবে রোগীকে ধাপে ধাপে পরীক্ষা করে দেখতে হবে ডেঙ্গুতে আক্রান্ত কি না। একই সঙ্গে প্লাটিলেট কাউন্ট পরীক্ষা করতে হবে। নিজেরা কোনো একটি পরীক্ষা করে নেগেটিভ রিপোর্ট পেয়ে বসে থাকলে হবে না। অবশ্যই ডাক্তারের পরামর্শে পরীক্ষা করতে হবে। এক্ষেত্রে খামখেয়ালি করলে বিপদ, মৃত্যুর ঝুঁকি আছে। অনেক সময় ডাক্তাররাও খামখেয়ালিপনা করেন। তবে এটা ঠিক নয়। রোগীর গতি-প্রকৃতি সম্পর্কে জেনে চিকিৎসা সেবা দিতে হবে।