পটুয়াখালী প্রতিনিধি :: লঘুচাপের প্রভাবে পটুয়াখালীতে ভারী বৃষ্টিপাত হচ্ছে। গতকাল সোমবার সকাল নয়টা থেকে আজ মঙ্গলবার সকাল নয়টা পর্যন্ত ২৪ ঘন্টায় জেলায় ১৫৩.৯ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
গত ৫ দিনের মাঝারী থেকে ভারী বৃষ্টিপাতের কারনে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। এদিকে খাল বিল বৃষ্টির পানিতে তলিয়ে থাকায় দুশ্চিন্তায় পড়েছেন আমন কৃষকরা। ক্ষতিগ্রস্থ হয়েছেন বর্ষাকালীন সবজি চাষীরা।
এদিকে লঘুচাপের প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকায় পায়রা সহ সব সমুদ্র বন্দরে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদে চলাচল করতে বলা হয়েছে।