দলের ভাবমূর্তি ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের লতাচাপলী ইউনিয়নের সভাপতি রুহুল আমিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) মহিপুর থানা শ্রমিক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান পিন্টু এবং সাধারণ সম্পাদক মাসুম ফরাজীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রুহুল আমিনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এ প্রসঙ্গে মহিপুর থানা শ্রমিক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান পিন্টু বলেন, “দলের ভাবমূর্তি ও শৃঙ্খলা বজায় রাখতে আমরা সব সময় কঠোর। কেউ যদি দলের সুনাম নষ্ট করার মতো কাজ করে, তবে তাকে ছাড় দেওয়া হবে না। রুহুল আমিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তারই প্রমাণ।”
দলীয় সূত্রে জানা গেছে, শ্রমিক দলের সাংগঠনিক কার্যক্রমে আরও শৃঙ্খলা আনার জন্য সংশ্লিষ্ট নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে।