শিরোনাম

লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল, পুড়ে ছাই তারকাদের কোটি টাকার বাড়ি-গাড়ি

Views: 8

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে ভয়াবহ দাবানলে এক ব্যাপক ধ্বংসযজ্ঞ চলেছে। বিশেষ করে প্যাসিফিক প্যালিসেডস অঞ্চলে থাকা হলিউড তারকাদের বিলাসবহুল বাড়ি এবং গাড়ি আগুনে পুড়ে গেছে। এই অঞ্চলে বসবাসকারী বেশ কিছু তারকা, যেমন জেমস উড, জেনিফার অ্যানিস্টন, ব্র্যাডলি কুপার, টম হ্যাঙ্কস, বেন অ্যাফ্লেক, মাইকেল কিটন, অ্যাডাম স্যান্ডলারসহ অনেক সেলিব্রিটির সম্পত্তি দাবানলে ভস্মীভূত হয়েছে। এমনকি প্যারিস হিলটনও ঘরহারা হয়েছেন।

বিস্তারিত জানা গেছে, দাবানলে লস অ্যাঞ্জেলেসের চারপাশের বিশাল এলাকা পুড়ে গেছে। প্রশান্ত মহাসাগরের উপকূল থেকে লস অ্যাঞ্জেলেসের উত্তরের পাহাড় পর্যন্ত ছড়িয়ে পড়েছে আগুন। লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে এটি একে অন্যতম ভয়াবহ দাবানল হিসেবে বিবেচিত হচ্ছে। শহরের হাজার হাজার বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।

স্থানীয় কর্মকর্তাদের মতে, দাবানল এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, এবং এরই মধ্যে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে ১ হাজার কোটি ডলার থেকে ৬ হাজার কোটি ডলারের মধ্যে হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

এছাড়া, একটি রিপোর্টে বলা হয়েছে, এই অঞ্চলে সস্তা বীমা খরচ ছিল, তবে এই ভয়াবহ দাবানলের পর বীমা খরচ বৃদ্ধি পেতে পারে। ক্যালিফোর্নিয়ার সম্পত্তির মূল্য তুলনামূলকভাবে বেশি হওয়ায় বীমার খরচ কম হলেও, অনেক বীমা প্রতিষ্ঠান তাদের কভারেজ কমিয়ে দিয়েছে।

২০২৩ সালে ক্যালিফোর্নিয়ার গড় বীমা প্রিমিয়াম ছিল ২২০০ ডলার, যা অন্য রাজ্যগুলোর তুলনায় অনেক কম ছিল। তবে, দাবানলের কারণে এই সস্তা বীমার খরচ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, দাবানলে পুড়ে গেছে লস অ্যাঞ্জেলেসের ২৭ হাজার একর জায়গা, এবং সেখানে একটিও সম্পত্তি আগুন থেকে রক্ষা পায়নি।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *