বরিশাল অফিস :: ভোলার লালমোহন উপজেলায় নানাবাড়ি বেড়াতে গিয়ে অটোরিকশার চাকায় পৃষ্ট হয়ে মো: নয়ন (৫) নামে এক শিশু নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুন) সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দ্বীপবন্ধু বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নয়ন রাজবাড়ি সদর উপজেলার বড় চরবাইনা এলাকার মো: সুমনের ছেলে। এছাড়া ওই এলাকার ভাটিয়া বাড়ি শিশু নয়নের নানা বাড়ি।
জানা গেছে, প্রায় দুই মাস আগে মায়ের সাথে লালমোহন উপজেলায় অবস্থিত নানা বাড়িতে বেড়াতে আসে শিশু নয়ন। সকালে সে তার নানাবাড়ির মধ্য থেকে কামরুল নামে এক ব্যক্তির অটোরিকশায় উঠে। অটোরিকশাটি বাড়ির দরজায় পৌঁছানোর আগেই নিচে পড়ে গিয়ে অটোরিকশার চাকার নিচে মাথা পড়ে শিশু নয়নের। এতে গুরুতর আহত হয় ওই শিশু। এ সময় অটোরিকশারে চালকসহ শিশু নয়নের স্বজনরা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাহবুব উল আলম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।