শিরোনাম

লালমোহনে নিহত শ্রমিকের পরিবার পেল আর্থিক অনুদান

Views: 56

বরিশাল অফিস:;  ভোলার লালমোহন উপজেলায় নিহত এক শ্রমিকের পরিবারের মাঝে দুই লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। শনিবার সকালে খান এন্টার প্রাইজের আয়োজনে উপজেলার চরভূতা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খান নিকেতনে এ চেক হস্তান্তর করা হয়।

এছাড়া মাহে রমজান উপলক্ষে প্যারাগন গ্রুপের পক্ষ থেকে শতাধিক অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়েছে। উপহারের খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- চাল, আটা, তেল, চিনি, পেঁয়াজ, রসুন, খেজুর, বুট ইত্যাদি।

খাদ্য সামগ্রী বিতরণ ও চেক হস্তান্তর উপলক্ষ্যে চরভূতা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খান নিকেতনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খান এন্টার প্রাইজের স্বত্ত্বাধিকারী বাহালুল কবির খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্যারাগন গ্রুপের পরিচালক মেহরান রহমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান মিয়া, লালমোহন প্রেস ক্লাব সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিন, চরভূতা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন ও চরভূতা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মারুফ বাহাদুর প্রমুখ।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *