বরিশাল অফিস :: ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সৈয়দাবাদ এলাকার মাল বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে ওই শিশুদের বাড়িতে রেখে তাদের মায়েরা স্থানীয় স্কুলে যান। এ সময় বাড়িতে খেলছিল শিশু খাদিজা ও রাবেয়া। খেলার ছলে তারা বসতবাড়ি-সংলগ্ন পুকুরে পড়ে যায়। এর কিছু সময় পর শিশু খাদিজার দাদি তাকে পুকুরের মধ্যে ভাসতে দেখে চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে যান। পরে তারা পুকুর থেকে শিশু খাদিজা এবং রাবেয়াকে উদ্ধার করে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে নেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক ওই শিশুদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাদের মৃত বলে ঘোষণা করেন।