বরিশাল অফিস : বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লিওনি শিখা সিকদার।
মঙ্গলবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে সোমবার বিকেলে উপজেলা শহীদ সুকান্ত বাবু হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওইসভায় বিভিন্ন মূল্যায়নের ভিত্তিতে ২০২৩ সালে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন লিওনি শিখা সিকদার। সে ২০০০ সালে গৈলা মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগদান করেন।
লিওনি শিখা সিকদারের স্বামী ফ্রান্সিস বেপারী কারিতাস বরিশাল আঞ্চলিক কার্যালয়ে পরিচালক।