বিপিএল অনুশীলনে লিটন দাসের চ্যাম্পিয়ন্স ট্রফিতে না থাকা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন ঢাকা ক্যাপিট্যালসের তরুণ ক্রিকেটার তানজিদ হাসান তামিম।
চট্টগ্রামে বিপিএলের ম্যাচ প্রস্তুতির অংশ হিসেবে অনুশীলন করতে গিয়ে, তানজিদ বলেন, “লিটন দাদা কেমন ব্যাটসম্যান, আমরা সবাই জানি। আমি নিজেও উনার অনেক বড় ভক্ত। এদিক থেকে তাই আমার মন খারাপ যে, উনি দলে নেই।”
তানজিদ জানান, লিটন দাসের শেষ দুই ম্যাচের পারফরম্যান্স তাকে আশাবাদী করেছিল, এবং তার আত্মবিশ্বাস ছিল অনেক ওপরে। তবে তানজিদও বিশ্বাস করেন, ভালো না খেললে কেউ দল থেকে বাদ পড়তে পারে, এবং সেটি সবাইকে মেনে নিতে হবে। তিনি আশা প্রকাশ করেছেন, লিটন ভবিষ্যতে আরো ভালো খেলবেন।
অনুশীলন শেষে, তানজিদ তামিম ইকবালের সঙ্গে কথোপকথনে আসেন, যেখানে তিনি তামিমের ব্যাট সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন। তানজিদ বলেন, “তামিম ভাইয়ের ব্যাট বেশ ভালো। সিএ থেকে সেরা ব্যাটগুলো তিনিই পান। আমি বললাম, ‘ভাই আমাকে যদি এরকম ব্যাট দেওয়া যায়।’ তামিম ইকবাল তাকে আশ্বস্ত করেন যে, তিনি ব্যাটটি পাঠিয়ে দেবেন।
আগামীকাল ১৬ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বিপিএলের চট্টগ্রামপর্ব।
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম