শিরোনাম

লুৎফুজ্জামান বাবর কারামুক্ত, ১৭ বছর পর ফিরে এলেন

Views: 2

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। ১৭ বছরের দীর্ঘ কারাবাস শেষে তিনি মুক্তি পেলেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার জানান, “সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কারাগার থেকে বেরিয়ে গেছেন।”

এদিকে, আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় হাইকোর্ট সাবেক মন্ত্রী বাবরকে খালাস দিয়েছে। ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) এবং আসামিদের করা আপিলের শুনানিতে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আদালতে বাবরের পক্ষে আইনজীবী শিশির মনির খালাসের আবেদন করেন, রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবী এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আসিফ ইমরান জিসান।

গত ১৮ ডিসেম্বর চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ছয় আসামিকে খালাস দেয় হাইকোর্ট। তবে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় আসামির সাজা কমিয়ে ১০ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়েছে।

লুৎফুজ্জামান বাবর ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ এবং ২০০১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে আবারও সংসদ সদস্য নির্বাচিত হন। অষ্টম সংসদে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তবে, ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম এবং ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি পরাজিত হন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *