বরিশাল অফিস: শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মা ‘আমার দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে’ কবিতার লেখিকা বরিশালে আগৈলঝাড়া উপজেলার গৈলা দাশের বাড়ীর সন্তান কুসুম কুমারী দাশ স্মরণে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত।
শিশু কিশোরদের অংশগ্রহণে তাদের তুলির আচরে রূপসী বাংলার প্রকৃতি ও গ্রাম বাংলার চিত্র প্রস্ফুটিত হয়ে ওঠে।
এর আগে কুসুম কুমারী দাশ স্মরণে কবিতা পাঠ প্রতিযোগিতা গৈলা দাশের বাড়ীর অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ৪ শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন।চিত্রাংকন ও কবিতা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়ে থাকে। একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা অজয় দাশ গুপ্ত বলেন, লেখিকা কুসুম কুমারী দাশের গৈলা দাশের বাড়ীর সন্তান তাই তার স্মরণে কয়েক যুগধরে প্রতিবছর শারদীয় দুগোৎসব এর সময় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে থাকি।
এক সাথে এবছর ৪ শতাধিক শিশু প্রতিযোগী অংশগ্রহণ করেন। একদিকে শিশুদের মাঝে আনন্দ ও মেধা বিকাশ হয় অন্যদিকে কুসুম কুমারী দাশের বিষয়ে জানতে পারে। বিজয়ী প্রতি যোগিদের মাঝে পুরুস্কার বিতরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডিন চারুকলা ইনিস্টিউট অধ্যাপক নিসার হোসাইন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুশিল্পী দিলারা বেগম জলি, হাই কোর্ট সহকারি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।