শিরোনাম

শমী কায়সার ও গান বাংলার তাপসের ৩ দিনের রিমান্ডে

Views: 27

চন্দদ্বীপ নিউজ :: ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত অভিনেত্রী শমী কায়সার এবং গান বাংলা টেলিভিশনের তাপসের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। তাদের বিরুদ্ধে দায়ের করা হত্যাচেষ্টা মামলায় বুধবার (৬ নভেম্বর) তাদের আদালতে হাজির করা হয়। এই মামলায় তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানা পুলিশের এসআই মৃত্যুঞ্জয় পন্ডিত ৭ দিনের রিমান্ড আবেদন করেছিলেন, কিন্তু আদালত তা মঞ্জুর না করে প্রতিটির জন্য ৩ দিনের রিমান্ড প্রদান করেন।

মামলাটি চলতি বছরের ২৯ অক্টোবর দায়ের হয়। অভিযোগ রয়েছে, শমী কায়সার এবং তার সহযোগী একদল সন্ত্রাসী ১৮ জুলাই একটি আন্দোলনের সময় ইশতিয়াক মাহমুদ নামের এক ব্যক্তির ওপর হামলা চালিয়ে তাকে হত্যার চেষ্টা করেন। ঐদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলছিল এবং হামলার ঘটনা ঘটেছিল উত্তরা পূর্ব থানার আজমপুর এলাকায়।

এছাড়াও, শমী কায়সারের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের কারণে আরও একাধিক মামলা রয়েছে। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে ১০০ কোটি টাকার মানহানি মামলার সম্মুখীন। এই মামলায় ১৩ অক্টোবর মাগুরার আদালতে একটি মামলা দায়ের করা হয় এবং তদন্তের জন্য ঝিনাইদহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে, শমী কায়সার আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন এবং ই-ক্যাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *