শিরোনাম

শহীদদের জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি জানালেন জামায়াত আমির

Views: 14

চন্দ্রদ্বীপ ডেস্ক :: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছাতে তাদের জীবনীকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানিয়েছেন। রোববার (২৭ অক্টোবর) চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদদের অবদান সম্পর্কে বর্তমান প্রজন্মের সঠিক ধারণা থাকা অত্যন্ত প্রয়োজন।

তিনি বলেন, “প্রতি শহীদ পরিবার থেকে অন্তত একজনকে সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। শহীদ পরিবারগুলোর প্রতি আমাদের সহানুভূতি ও সমর্থন থাকা উচিত এবং তাদের পাশে দাঁড়ানো উচিত।”

রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “শহীদদের প্রতি সম্মান জানাতে এবং বিচার নিশ্চিত করতে সকল রাজনৈতিক দলকে শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়াতে হবে। শুধুমাত্র ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা একটি সুখী ও সমৃদ্ধ দেশ গড়তে পারব।”

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *