বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে অনুষ্ঠিত এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানে দেশের জনপ্রিয় তারকারা অংশগ্রহণ করেন। টাইলক্সের ‘টাইলক্স হাইজিনিক আবাস’ ক্যাম্পেইনের শুভ উদ্বোধনে এই অনুষ্ঠানে ঢালিউড সুপারস্টার শাকিব খান এবং জনপ্রিয় সঞ্চালিকা-অভিনেত্রী মৌসুমী মৌ একসঙ্গে উপস্থিত ছিলেন। তবে, এই অনুষ্ঠানে ঘটে গেল একটি বিশেষ ঘটনা।
অন্তরঙ্গ পরিবেশে শাকিব খান মৌসুমী মৌকে সিনেমায় কাজ করার প্রস্তাব দেন। শাকিব খান বলেন, “মৌ অনেক ভালো উপস্থাপনা করে। তার সিনেমা করা উচিত, আমি তাকে বলবো তুমি সিনেমাতে আসো, তুমি অনেক ভালো করবে।”
এ সময় মৌসুমী মৌ খানিকটা অপ্রস্তুত হলেও, স্মরণ করেন ২০১৮ সালে শাকিব খান তাকে একই প্রস্তাব দিয়েছিলেন। সে সময়, মৌসুমী মৌ নতুন ছিলেন এবং চলচ্চিত্রের ব্যাপারে তেমন অভিজ্ঞতা ছিল না। তবে বর্তমানে মৌসুমী মৌ জানান, তিনি চলচ্চিত্রের বিষয়ে আগের চেয়ে অনেক বেশি জানাশোনা অর্জন করেছেন। যদি সুযোগ আসে, তিনি শাকিব খানের সঙ্গে কাজ করতে আগ্রহী।
মৌসুমী মৌ শোবিজে তার ক্যারিয়ার শুরু করেন এক দশক আগে। ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনে যোগদান করেন এবং সেখান থেকে সঞ্চালনায় অভ্যস্ত হন। এখন তিনি নাটক এবং সঞ্চালনায় সমানভাবে পরিচিত।
এখনকার সময়েও তিনি নিজের কাজ নিয়ে ব্যস্ত এবং আরও ভালো কাজ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম