শিরোনাম

শাকিব খানের ‘দরদ’ এবার ওটিটিতে

Views: 2

দেশের সিনেমাহলে বিপুল সাড়া জাগানোর পর ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’ এবার মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। গত বছর ১৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই সিনেমাটি দুই মাসের ব্যবধানে আসছে আইস্ক্রিন প্ল্যাটফর্মে।

সম্প্রতি আইস্ক্রিন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে সিনেমাটির একটি পোস্টার শেয়ার করে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। পোস্টটি বুধবার দুপুর ১২টার দিকে শেয়ার করেন সিনেমার পরিচালক অনন্য মামুন। যদিও এখনো নির্দিষ্ট মুক্তির তারিখ জানানো হয়নি।

‘দরদ’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশ ও ভারত। এটি রোমান্টিক সাইকো-থ্রিলার ঘরানার। গল্পের কেন্দ্রবিন্দুতে বারানসির একাধিক প্রভাবশালী ব্যক্তির খুনের ঘটনা। হত্যাকারী হিসেবে সন্দেহের তীর যায় দুলু মিয়া নামে এক চরিত্রের দিকে, যে চরিত্রে দেখা গেছে শাকিব খানকে।

সিনেমার প্রধান নারী চরিত্র ফাতিমা হিসেবে অভিনয় করেছেন বলিউড তারকা সোনাল চৌহান। অনন্য মামুনের লেখা কাহিনি ও চিত্রনাট্যে নির্মিত এই সিনেমার প্রযোজক অশোক ধানুকা, হিমাংশু ধানুকা, কামাল মোহাম্মদ কিবরিয়া এবং অনন্য মামুন।

অভিনেতা-অভিনেত্রীদের তালিকায় আছেন পায়েল সরকার, রাহুল দেব, অলোক জৈন, রাজেশ শর্মা, সাফা মারুয়া, ইমতু রাতিশ এবং তানভীর তারেক। সিনেমাটি এরই মধ্যে দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে।

সিনেমার গল্প, অভিনয়, চিত্রগ্রহণ এবং সংগীতের সমন্বয়ে ‘দরদ’ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। শাকিব খান ও সোনাল চৌহানের অসাধারণ অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া এই সিনেমাটি বিশ্বজুড়ে আরও বেশি দর্শকের কাছে পৌঁছানোর আশা করছে নির্মাতারা।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *