১৫ নভেম্বর ২০২৪, বাংলাদেশসহ বিশ্বের ২২টি দেশে মুক্তি পেয়েছে সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘দরদ’। সিনেমাটি পরিচালনা করেছেন অনন্য মামুন। দীর্ঘ পাঁচ বছর পর প্রথমবার কোনো উৎসব ছাড়াই শাকিব খানের সিনেমা মুক্তি পেতে চলেছে, এবং এটি বাংলা সিনেমার জন্য একটি বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। এই বিশেষ উপলক্ষে শাকিব খানের সাবেক স্ত্রী এবং সর্বাধিক সিনেমার নায়িকা অপু বিশ্বাস উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
অপু বিশ্বাস বলেন, “ঈদের পর এত বড় পরিসরে সিনেমা মুক্তি পাওয়া আমাদের চলচ্চিত্রের জন্য একটি বড় সুখবর। শাকিব খান বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির দৃশ্যপট পুরোপুরি বদলে দিয়েছেন, যা সত্যি একটা অপ্রিয় কিন্তু সত্য কথা। আমি শুভকামনা জানাই ‘দরদ’ সিনেমার জন্য এবং তার পুরো টিমের জন্য।”
নির্মাতা অনন্য মামুন জানান, ‘দরদ’ সিনেমাটি লন্ডন, মালদ্বীপ এবং ইউএস-এর বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এবং এসব স্থানে প্রায় নব্বই শতাংশ টিকিট বিক্রি হয়েছে। এই সাফল্যের পেছনে শাকিব খানের অবদান অপরিসীম, যা নির্মাতা বিশেষভাবে উল্লেখ করেছেন। মামুন আরও বলেন, “শাকিব খান একটি মেগাস্টার। তার ক্ষমতার কারণেই শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন স্থানে সিনেমাটি সফলতা অর্জন করেছে।”
‘দরদ’ মুক্তির পর নির্মাতা এবং সিনেমার কলাকুশলীরা শাকিব খানের তারকাখ্যাতি এবং তার পরিশ্রমের প্রশংসা করেছেন। সিনেমার মুক্তির পর শাকিব খান আবারও প্রমাণ করেছেন যে তিনি কোথায় দাঁড়িয়ে আছেন।
সিনেমাটি মুক্তির পর ভারতে দুই সপ্তাহ পর মুক্তি পাবে। প্যান-ইন্ডিয়া সিনেমা হিসেবে এটি ভারতেও শাকিব খান এবং বলিউড অভিনেত্রী সোনাল চৌহানের অভিনয় নিয়ে ব্যাপক আলোচনায় থাকবে। এছাড়া, সিনেমায় আরও অভিনয় করেছেন রাহুল দেব, পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, অলোক জৈন প্রমুখ।
দেশের ৮৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘দরদ’, যা শাকিব খানের ক্যারিয়ারে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম