দেশসেরা চিত্রনায়ক শাকিব খান তার অভিনীত সুপারহিট সিনেমাগুলোর মাধ্যমে বারবার আলোচনায় এসেছেন। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’, ‘তুফান’, এবং সর্বশেষ ‘দরদ’ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার ইধিকা পাল, আমেরিকান অভিনেত্রী কোর্টনি কফি, টলিউডের মিমি চক্রবর্তী এবং বলিউডের সোনাল চৌহান। এবার এই নায়কের পরবর্তী সিনেমা ‘বরবাদ’-এ দেখা যাবে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানকে।
২০১৮ সালে যৌথ প্রযোজনায় নির্মিত ‘নাকাব’ সিনেমায় প্রথমবার শাকিব খান ও নুসরাত জাহান জুটি বাঁধেন। দীর্ঘ পাঁচ বছর পর তারা আবার একসঙ্গে পর্দায় ফিরছেন। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করছেন শাকিব খান। এছাড়া সিনেমায় রয়েছেন টলিউডের আরেক নায়িকা ইধিকা পাল।
ইতোমধ্যে সিনেমাটির প্রথম লটের শুটিং শেষ হয়েছে, আর দ্বিতীয় লটের শুটিং শুরু হবে ডিসেম্বরে। এই সিনেমার একটি বিশেষ আইটেম গানে অংশ নিয়েছেন নুসরাত জাহান। মুম্বাইয়ে গানটির শুটিং সম্পন্ন হয়েছে।
নুসরাত জাহান ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, “একটি ভালো গানে পারফর্ম করার অভিজ্ঞতা সবসময় চমৎকার। শাকিব খানের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। আপাতত বিস্তারিত কিছু বলতে চাই না, তবে গানটির জন্য আমি অপেক্ষা করছি।”
অন্যদিকে, শাকিব খান জানিয়েছেন, সুপারহিট ‘তুফান’ সিনেমার দ্বিগুণ বাজেটে নির্মিত হচ্ছে ‘বরবাদ’। এটি আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।