শিরোনাম

শামীম ওসমান ও নানক পরিবারের বিরুদ্ধে দুদকের মামলা

Views: 6

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকসহ তাদের পরিবারের বিরুদ্ধে ৪০০ কোটি টাকারও বেশি দুর্নীতির অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলাগুলো দায়ের করা হয়েছে মানিলন্ডারিংয়ের অভিযোগে, যার মধ্যে শামীম ওসমান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক মুদ্রা পাচারের অভিযোগ আনা হয়েছে।

১৫ জানুয়ারি, ২০২৫ তারিখে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে এ মামলাগুলো দায়ের করা হয়। প্রথম মামলায় শামীম ওসমান, তার স্ত্রী সালমা ওসমান এবং কে টেলিকমিউনিকেশন্স লিমিটেডের এমডি তানভীর আহমেদের বিরুদ্ধে ১৯৩ কোটি ৯১ লাখ ১৮ হাজার ৬০৩ টাকার মানিলন্ডারিং এবং বিদেশি মুদ্রা পাচারের অভিযোগ আনা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা ২০১২ সালের মানিলন্ডারিং প্রতিরোধ আইন লঙ্ঘন করে আন্তর্জাতিক কল মিনিটের মাধ্যমে ২ কোটি ৫১ লাখ ৮৩ হাজার ৩৫৮ মার্কিন ডলার পাচার করেন।

দ্বিতীয় মামলায় জাহাঙ্গীর কবির নানক, তার স্ত্রী ও রাতুল টেলিকমের চেয়ারম্যান সৈয়দা আরজুমান বানু, তার মেয়ে ও প্রতিষ্ঠানটির পরিচালক এস আমরীন রাখির বিরুদ্ধে ৩ কোটি ৩২ লাখ ৮৪ হাজার ৬৮১ মার্কিন ডলার পাচারের অভিযোগ রয়েছে।

এ বিষয়ে দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, আসামিদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

এই মামলাগুলো দেশের আইনি ব্যবস্থার জন্য একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, যা দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানকে তুলে ধরে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *