শিরোনাম

শামীম জামান, মোশাররফ করিম ও আ খ ম হাসান অভিনীত নতুন ধারাবাহিক ‘শাদি মোবারক’

Views: 10

দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, শামীম জামান এবং আ খ ম হাসান একসঙ্গে অসংখ্য নাটকে অভিনয় করেছেন। বাস্তবজীবনেও তারা ঘনিষ্ঠ বন্ধু। তারা প্রায়ই একসঙ্গে কাজ করেন এবং তাদের বন্ধুত্ব নাটকেও পরিলক্ষিত হয়।

এদিকে, শামীম জামান শুধুমাত্র একজন অভিনেতা নন, তিনি নিয়মিত নাটক নির্মাণও করেন। তার পরিচালিত বেশিরভাগ নাটকে তার বন্ধু মোশাররফ করিম এবং আ খ ম হাসানকে দেখা যায়। এইবারও তার ব্যতিক্রম হয়নি। শামীম জামান পরিচালিত নতুন ধারাবাহিক নাটক ‘শাদি মোবারক’-এ তিন বন্ধু একসঙ্গে অভিনয় করছেন।

নাটকটির গল্প আহাম্মেদ শাহাবুদ্দিন রচনা করেছেন এবং শুটিং শুরু হয়েছে পূবাইলে। এই নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন তিন বন্ধুই। নাটকের গল্পে দেখা যাবে, শামীম জামান চরিত্রটি পাঁচ ভাই-বোনের মধ্যে সবার বড়। তার মেজো ভাই মোশাররফ করিম এবং সেজো ভাই আ খ ম হাসান। বড় ভাইয়ের চেহারা কিছুটা কালো হওয়ায় তাকে বিয়ে দিতে সমস্যা সৃষ্টি হচ্ছে। এমনকি, বড় ভাইয়ের বিয়ের জন্য ছোট ভাইয়েরাও বিয়ে করতে পারছেন না। তাদের বাবা শফিক খান দিলু তার শর্ত দিয়েছেন— বড় ভাই বিয়ে না করলে ছোট ভাইদের বিয়ে হবে না। এমন এক অবস্থা থেকেই নাটকের গল্প এগিয়ে যাবে।

শামীম জামান বলেন, “ধারাবাহিকটির মাধ্যমে আমরা তিন বন্ধু আবারও একসঙ্গে কাজ শুরু করলাম। এটি সাধারণ মানুষের জন্য সাধারণ একটি গল্প এবং আমি বিশ্বাস করি, দর্শকরা এটি দেখে আনন্দিত হবেন।”

এছাড়া, নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন জুঁই, সমাপ্তি মাসুক, মিম চৌধুরী, লাবণ্য লিজা, রিজমিন সেতু, জয়রাজ প্রমুখ। নাটকটি খুব শিগগিরই মাছরাঙা টিভিতে প্রচার শুরু হবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *