বরিশাল অফিস :: আসন্ন শারদীয় দুর্গাপুজা উৎসবকে কেন্দ্র করে প্রতিবছরের মতো এবারো জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে শারদীয় দুর্গাপুজা-২০২৪ উদযাপন উপলক্ষে পূজামণ্ডপসমূহে নিরাপত্তা, আইনশৃংখলা নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায়
বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, বরিশাল পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন, বরিশাল স্থানীয় সরকার উপপরিচালক
গৌতম বাড়ৈ, জেলা প্রশাসক (সার্বিক) অতিরিক্ত
লুসিকান্ত হাজং, সেনা কর্মকর্তা মেজর হাফিজ ও মেজর মোহাম্মদ রাশেদ খান, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (উত্তর) মোঃ ফারুক হোসেন, জেলা ও মহানগরীর পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দসহ আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি প্রমূখ।
শুরুতে সকলের অংশগ্রহণে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় পরে অতিথিরা আসন্ন শারদীয় দুর্গাপুজা-২০২৪ উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন আলোচনা করেন। হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। বরিশালে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে, ভক্তরা প্রস্তুত মা দুর্গার আরাধনায় অপেক্ষায়। এবারও শারদীয় দূর্গা পূজা শান্তিপূর্নভাবে সম্পন্নের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি গ্রহণ করেছে প্রশাসন।
পূজা শান্তিপূর্নভাবে সম্পন্নের লক্ষ্যে পূজা মন্ডপগুলোতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে পর্যাপ্ত সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আনসারসহ বিপুল সংখ্যক আইনশৃংখলা বাহিনী নিয়োজিত রাখাসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।