শিরোনাম

শারীরিক অসুস্থতায় চলচ্চিত্র থেকে দূরে, খোঁজ নিচ্ছেন না কেউ : প্রবীর মিত্র

Views: 15

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বাংলা চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা প্রবীর মিত্র বর্তমানে শারীরিক অসুস্থতায় ভুগছেন। এক সময়ের জনপ্রিয় এই অভিনেতা আজ ঘরবন্দী জীবন কাটাচ্ছেন। দীর্ঘদিন ধরে হাঁটুর সমস্যায় ভুগছেন তিনি, যার ফলে হুইলচেয়ারে বসেই তার দিন কাটছে। তার ছেলে মিঠুন মিত্র জানান, প্রবীর মিত্র আর আগের মতো চলাফেরা করতে পারেন না এবং অসুস্থতার কারণে কথাবার্তাতেও অসুবিধা হয়। ডিমেনশিয়ার কারণে মাঝেমধ্যে তিনি অনেক কিছু ভুলে যান, এমনকি কাছের মানুষদেরও।

চলচ্চিত্রাঙ্গনের কেউ প্রবীর মিত্রের খোঁজ না নেওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন মিঠুন মিত্র। টিভি দেখা ও পত্রিকা পড়াই এখন প্রবীর মিত্রের সময় কাটানোর অন্যতম মাধ্যম। এফডিসি বা তার অভিনয়জীবন নিয়ে তেমন কোনো স্মৃতিচারণ করেন না তিনি।

প্রবীর মিত্র ১৯৬৯ সালে ‘জলছবি’ চলচ্চিত্রের মাধ্যমে ঢালিউডে যাত্রা শুরু করেন। নায়কের ভূমিকায় অভিনয় করে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে চরিত্রাভিনেতা হিসেবে চলচ্চিত্র জগতে মুগ্ধতা ছড়ান। দীর্ঘ চার দশকের বেশি সময়ে তিনি অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন, যা দর্শকদের হৃদয়ে স্থায়ী ছাপ রেখে গেছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *