চন্দ্রদ্বীপ নিউজ : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ঘিরে এখন সাজ সাজ রব। চলছে উদ্বোধনের চূড়ান্ত প্রস্তুতি। ব্যস্ত সময় পার করছেন কয়েক হাজার শ্রমিক। প্রকৌশলীরা ব্যস্ত যান্ত্রিক পরীক্ষা-নিরীক্ষায়। একটি অংশে চলছে ধোয়া-মোছার কাজ। উদ্বোধনের নানান সরঞ্জামও এনে রাখা হচ্ছে। আগামী ৭ অক্টোবর এই মেগা প্রকল্পের প্রথম ধাপের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে টার্মিনালে ফ্লাইট পরিচালনার যাবতীয় কার্যক্রম শুরুর জন্য অপেক্ষা করতে হবে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত।
তিনি বলেন, এই টার্মিনালের নির্মাণকাজ ২০২৪ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা ছিল। তার আগেই আমরা চলতি বছর অবকাঠামো নির্মাণকাজ শেষ করবো। বাকি সময়ের মধ্যে বিমানবন্দর পরিচালনায় যাবতীয় কার্যক্রম নেওয়া হবে।
২০১৭ সালে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্পটি হাতে নেয় সরকার। তবে নির্মাণকাজ শুরু হয় ২০১৯ সালের ২৮ ডিসেম্বর। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ২১ হাজার ৩৯৮ কোটি টাকা। এর মধ্যে জাপানি সহযোগিতা সংস্থা জাইকা ঋণ হিসেবে দিচ্ছে ১৬ হাজার ১৪১ কোটি টাকা। বাকি টাকা দিচ্ছে বাংলাদেশ সরকার। এই নির্মাণকাজ করছে জাপানের মিতসুবিশি ও ফুজিতা এবং দক্ষিণ কোরিয়ার স্যামসাং।