চন্দ্রদ্বীপ নিউজ :: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অধিকতর নিরাপত্তায় কাজ করছে বাংলাদেশ বিমান বাহিনী।
বুধবার (৭ আগস্ট) গণমাধ্যমে পাঠানো আন্তবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের অধিকতর নিরাপত্তা এবং নিরবচ্ছিন্ন আন্তর্জাতিক আভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার জন্য নিরলসভাবে কাজ করছেন।
এর আগে, টানা সাড়ে ১৫ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গণ-আন্দোলনের মুখে পদত্যাগের পর ৫ আগস্ট বিকেলে বিমানবন্দরটিতে সব ধরনের ফ্লাইট ৬ ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হয়। পরে ৬ আগস্ট বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে বিমানবন্দরটির নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব দেওয়া হয়।