ঝালকাঠি-১ আসনের সাবেক এমপি ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তমের বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার (২০ নভেম্বর) রাত ৭টার দিকে জেলার রাজাপুর উপজেলা সদরের গোডাউন ঘাট এলাকায় তার বাড়ি মাহজাবীনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৭টার দিকে ৮/১০ জনের একটি দল হঠাৎ করে প্রাচীরের বাইরে থেকে ভবন লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে। এতে ভবনের সামনে থাকা দুইটি ও উত্তর পাশের জানালার একটি গ্লাসের আংশিক অংশ ভেঙে মাটিতে পড়ে যায়। তবে হামলাকারীদের চিনতে পারেননি তারা।
রাজাপুর থানার অফিসার ইনচার্জ মো. ইসমাইল হোসেন বলেন, “এ রকম ঘটনা কেউ আমাকে বলেনি বা এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”
প্রসঙ্গত, বিএনপির সঙ্গে প্রায় চল্লিশ বছরের রাজনীতিক সম্পর্ক শেষ করে গত জাতীয় সংসদ নির্বাচনে হঠাৎ নৌকায় যোগ দিয়ে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য নির্বাচিত হন শাহজাহান ওমর বীর উত্তম। তবে গত ৫ আগস্টের পর থেকে তিনি পালিয়ে রয়েছেন।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম