পটুয়াখালী প্রতিনিধি :
পটুয়াখালীতে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।
আজ রোববার ৩ মার্চ সকালে পটুয়াখালীর গলাচিপায় সুহরী মাধ্যমিক বিদ্যালয়ে সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি চলে।
অংশগ্রহণকারীরা বিদ্যালয়টির সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে অবিলম্বে অভিযুক্ত শিক্ষক সবুজ খানকে অপসারণ, অবৈধ পরিচালনা পর্ষদ বাতিল ও ঘটনায় দায়ীদের শাস্তি দাবি জানান।
পটুয়াখালীর গলাচিপায় সুহরী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিপন চন্দ্র রায়ের ওপর সবুজ খান ও তার সন্ত্রাসী বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।
বিদ্যালয়ে অনিয়মের প্রতিবাদী শিক্ষকদের পক্ষ নেয়ায় গণিতের শিক্ষক শিপন চন্দ্র রায়ের ওপর অফিস কক্ষে ও হরিদেবপুরে ভরাটে মাস্তান দিয়ে হামলা চালিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন শরীর চর্চা শিক্ষক সবুজ খান।