শিরোনাম

 শীতকালীন সবজিতে স্বস্তি, তবে বাড়ছে মুরগি ও চালের দাম

Views: 7

শীত মৌসুম শুরু হওয়ার পর রাজধানীর বাজারে শীতকালীন সবজির আমদানি বৃদ্ধি পেয়েছে। যার ফলে বেশ কিছু সবজির দাম কমেছে। তবে একদিকে দাম কমলেও মুরগি এবং চালের দাম বাড়ছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

ব্যবসায়ীরা জানান, শীত বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে শীতকালীন শাক-সবজির সরবরাহ বৃদ্ধি পায়। এর প্রভাবে দাম কমেছে নানা ধরনের শাক-সবজির।

এদিকে, মুরগির দাম বেড়ে গেছে। ব্রয়লার মুরগি কেজিতে ২০০ থেকে ২১০ টাকা, লেয়ার মুরগি কেজি ৩২০ টাকা, সোনালি মুরগি ৩৫০ টাকা, হাইব্রিড সোনালি মুরগি ৩৩০ টাকা, এবং দেশি মুরগি ৫৫০ থেকে ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে এসব মুরগির দাম ছিল তুলনামূলকভাবে কম, তবে ব্যবসায়ীরা জানিয়েছেন, আড়ত থেকে মুরগির দাম বৃদ্ধি পাওয়ার কারণে খুচরা বাজারে তা বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

**সবজির বাজার**:
সবজির বাজারে কিছু স্বস্তি এসেছে। বর্তমানে আলু ৫০ টাকা কেজি, টমেটো ৮০ টাকা কেজি, গাজর ৬০ টাকা কেজি, পেঁপে ৫০ টাকা কেজি, পটল ৫০ টাকা কেজি, ফুলকপি ৫০ টাকা জোড়া, পাতা কপি ৪০ টাকা পিস, চিচিঙ্গা ৬০ টাকা কেজি, সিম ৫০ থেকে ৬০ টাকা কেজি, কাঁচা মিষ্টি কুমড়া ৬০ টাকা প্রতি পিস, কাঁচা মরিচ ৬০ টাকা কেজি, এবং দেশি পেঁয়াজ ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাছের বাজারে দাম কিছুটা উর্ধ্বমুখী। রুই মাছ ২৫০ থেকে ৪০০ টাকা কেজি, কাতল ৩০০ থেকে ৫০০ টাকা কেজি, টেংড়া ৬৫০ টাকা কেজি, সরপুঁটি ২৫০ টাকা কেজি, মলা ৪০০ টাকা কেজি, এবং দেশি কই ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও, ইলিশ মাছের দামও বেড়েছে; ১ কেজি থেকে ১ কেজি ৪০০ গ্রাম ওজনের ইলিশ ২৪০০ টাকা এবং দেড় কেজি ওজনের ইলিশ ২৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ডিমের বাজারে গত সপ্তাহের মতো একই দাম রয়েছে। সাদা ডিমের ডজন ১৩০ টাকা, লাল ডিমের ডজন ১৩০-১৩৫ টাকা এবং হাসের ডিমের ডজন ২২০ টাকা দরে বিক্রি হচ্ছে। চালের বাজারে কিছুটা অস্বস্তি রয়েছে। চালের দাম কেজি প্রতি ৩ টাকা পর্যন্ত বেড়ে গেছে। রাজধানীর কারওয়ান বাজারের বরিশাল রাইছ এজেন্সির বিক্রেতা জানান, মিলার ও করপোরেট প্রতিষ্ঠানগুলোর কারসাজিতে চালের দাম বেড়েছে। বর্তমানে মিনিকেট চাল কেজি ৭২-৭৫ টাকায়, নতুন আটাইশ ৫৫-৫৭ টাকা, পুরাতন আটাইশ ৬০-৬২ টাকা এবং নাজিরশাইল ৭৬-৮২ টাকায় বিক্রি হচ্ছে।

সব মিলিয়ে, শীতকালীন সবজির দাম কমলেও, মুরগি, মাছ, ডিম এবং চালের বাজারে কিছুটা অস্বস্তি বিরাজ করছে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *