চন্দ্রদীপ ডেস্ক : পৌষের শেষে এসে রাজধানী ঢাকাসহ দেশের বেশির ভাগ এলাকায় জেঁকে বসেছে শীত। দেশের চারটি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে। এছাড়া ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলে কনকনে শীত অনুভূত হচ্ছে। তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহের পর্যায়ে না গেলেও শীতের কাঁপুনি বেড়েছে। এই অবস্থা আগামীকালও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অফিস জানায়, আজ সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে দেশের কোথাও কোথাও দিনে ঠান্ডাভাব বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে।
শীতের প্রকোপ কমবে কবে এমন প্রশ্নে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, শীতের তীব্রতা আগামীকাল শনিবার থেকে কমে আসবে। তবে ঘন কুয়াশা খুব তাড়াতাড়ি কমবে না। আগামী তিন দিন কুয়াশা এমন থাকতে পারে।
এই আবহাওয়াবিদ জানান, আগামীকাল থেকে ধারাবাহিকভাবে শীত কমতে শুরু করে আবার মঙ্গলবার থেকে মেঘ দেখা দিতে পারে। তাতে কোথাও কোথাও শীতের অনুভূতি আবার বাড়তে পারে। আগামী বৃহস্পতিবার থেকে দেশের কোনো কোনো স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে। তাতে শীত আবার বাড়বে।