বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপের কারণে বরিশালে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে। গত শুক্রবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি শনিবার দিনভর চলতে থাকে। শনিবার দিনভর মেঘলা আকাশের কারণে সূর্যের দেখা মেলেনি, ফলে শহরের জনজীবন এক ধরনের স্থবির হয়ে পড়েছে।
বরিশাল আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক মো. মাসুদ রানা রুবেল জানান, শুক্রবার রাত ৯টা ৪০ মিনিট থেকে বরিশালে বৃষ্টি শুরু হয়। শনিবার দিনভর কখনো গুঁড়ি গুঁড়ি, আবার কখনো হালকা বৃষ্টি হতে থাকে। শনিবার বেলা ১২টা পর্যন্ত ২ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। দিনের তাপমাত্রা বাড়েনি এবং স্বাভাবিকের চেয়ে বেশি শীত অনুভূত হয়েছে। আবহাওয়া মেঘলা এবং বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তিনি আরো জানান, উপকূল এবং ভোলার নিম্নাঞ্চলে ভারী বৃষ্টি হয়েছে, যা আরো দুই-এক দিন ধরে চলতে পারে।
এ অবস্থা শহরের জনজীবনে বিরূপ প্রভাব ফেলেছে। বৃষ্টির কারণে কাজে না যাওয়ার জন্য বেশিরভাগ মানুষ ঘরেই অবস্থান করছেন। তবে মহাসড়ক পিচ্ছিল হয়ে যাওয়ার কারণে পরিবহন চালকদের কিছুটা ভোগান্তি হচ্ছে। এরই মধ্যে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের ইচলাদিতে সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও কেউ আহত হয়নি। এছাড়া, সকাল বেলা মহাসড়কে দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। তবে ধীরগতির কারণে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম