শিরোনাম

 শীতে বিপর্যস্ত বরিশালের জনজীবন

Views: 6

উত্তরের কনকনে হাওয়া ও হালকা থেকে মাঝারি কুয়াশার চাঁদরে বৃহস্পতিবার বরিশালের জনজীবন প্রায় বিপর্যস্ত হয়ে পড়ে। দিনভর সূর্যের দেখা না মেলায় তাপমাত্রা স্বাভাবিকের ৭ ডিগ্রী সেলসিয়াস নিচে নেমে যায়, যার ফলে জনজীবনে দুর্ভোগ চরমে পৌঁছায়। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ি থেকে বের হয়নি, আর শিশুরা ও বয়োবৃদ্ধদের বিশেষ সতর্কতার সঙ্গে রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

নতুন বছরের প্রথম দিন থেকেই বরিশালে শীতের দাপট বাড়তে শুরু করে। গত বৃহস্পতিবার তাপমাত্রা নেমে যাওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে, আগামী ৫ দিনের মধ্যে তাপমাত্রার পারদ আরও হ্রাস পেতে পারে।

শীতের প্রকোপ থেকে মুক্তি পেতে অনেককেই আগুন জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে। এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা শিশু ও বয়োবৃদ্ধদের শীতের প্রচণ্ডতা থেকে রক্ষা পেতে ঘরের মধ্যে নিরাপদভাবে থাকতে পরামর্শ দিয়েছেন।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *