শিরোনাম

শীত মোকাবিলায় ৬.৭৯ লাখ কম্বলের বরাদ্দ

Views: 6

চলমান শীতে শীতার্ত ও দুঃস্থ মানুষের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ৬ লাখ ৭৯ হাজার পিস কম্বল ক্রয়ের জন্য ৩৩ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

আজ শুক্রবার ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশের আটটি বিভাগের ৬৪ জেলার ৪৯৫ উপজেলা ও পৌরসভার শীতার্ত মানুষের মধ্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হবে। এরই মধ্যে শীতের শুরুতেই দেশের উত্তরাঞ্চলের ১৪টি জেলায় ১৫ হাজার ২৫০ পিস কম্বল বিতরণ করা হয়েছে।

ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত কম্বলগুলো সঠিকভাবে বিতরণ এবং বরাদ্দের অর্থ দিয়ে কম্বল ক্রয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট আর্থিক বিধি-বিধান মেনে চলতে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। ইতোমধ্যে অনেক জায়গায় জরুরিভিত্তিতে কম্বল বিতরণ শুরু হয়েছে।

ত্রাণ মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে, কম্বল ক্রয় ও বিতরণের প্রতিটি ধাপ নিবিড় তদারকির আওতায় রাখতে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *