ঢালিউড সুপারস্টার শাকিব খান বর্তমানে ভারতের মুম্বাইয়ে নতুন ছবি ‘বরবাদ’-এর শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে শুটিংয়ের সময় দুর্ঘটনার শিকার হন তিনি। শুটিং ফ্লোরে একটি দরজা খুলতে গিয়ে আঘাত পেয়ে তার কপালে গুরুতর চোট লাগে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকেলে, মুম্বাইয়ের ইলোরা স্টুডিওতে।
পরিচালক মেহেদী হাসান জানান, শাকিব খানকে তৎক্ষণাৎ মুম্বাইয়ের একটি হাসপাতালে নেওয়া হয় এবং সিটি স্ক্যান করানো হয়। চিকিৎসক জানান, আপাতত ভয়ের কিছু নেই। তাকে ব্যথানাশক ওষুধ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, “শাকিব ভাইয়ের পেশাদারি মনোভাব সত্যিই প্রশংসনীয়। আমরা ভেবেছিলাম, সেই দিন শুটিং বন্ধ থাকবে যাতে তিনি বিশ্রাম নিতে পারেন। কিন্তু শাকিব ভাই আমাদের অবাক করে দিয়ে নিজেই শুটিং চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। চিকিৎসা শেষে ফিরে এসে রাত ১২টা পর্যন্ত শুটিং করেন তিনি। পরদিনও পূর্বনির্ধারিত শিডিউল অনুযায়ী শুটিং হয়েছে।”
গত ২২ অক্টোবর ঢাকা থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হন শাকিব খান। ২৪ অক্টোবর থেকে ইলোরা স্টুডিওতে শুরু হয় শুটিং। প্রথম লটের শুটিং ১০ নভেম্বর পর্যন্ত চলার কথা থাকলেও তা বাড়িয়ে ১৬ নভেম্বর পর্যন্ত নেওয়া হয়েছে। এরপর ডিসেম্বর থেকে দ্বিতীয় লটের শুটিং শুরু হবে। ‘বরবাদ’ ছবিতে শাকিব খানের সাথে অভিনয় করছেন ইধিকা পাল। ছবিটি আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এদিকে, ১৫ নভেম্বর মুক্তি পাচ্ছে শাকিব খানের আরেকটি আলোচিত ছবি ‘দরদ’। এই ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউডের সোনাল চৌহান। পরিচালক অনন্য মামুন জানিয়েছেন, ‘দরদ’ একসাথে ২০টি দেশে মুক্তি পাবে।