শিরোনাম

শুরুর ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে উইন্ডিজরা

Views: 9

চন্দ্রদ্বীপ ডেস্ক: ২৫ রানে পরপর দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ক্রেইগ ব্রাফেট ও কেসি কার্টি দুজনকেই ফিরিয়েছেন সফরকারী বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। শুরুর সেই ধাক্কা সামলে মিকাইল লুইসের ব্যাটে ক্যারিবীয়রা ঘুরে দাঁড়াচ্ছে। ইতোমধ্যে ব্যক্তিগত ফিফটি তুলে নিয়েছেন ডানহাতি এই ব্যাটার। যা টেস্টে তার দ্বিতীয় ফিফটি।

এখন পর্যন্ত ৩২ ওভারে উইন্ডিজদের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৭২ রান। লুইসের সঙ্গে ক্রিজে ১৫ রানে অপরাজিত আছেন কাভেম হজ। শুরু থেকে গতি আর সুইংয়ের মিশেলে হাসান মাহমুদ ও শরিফুল ইসলামরা স্বাগতিকদের চেপে ধরেছিলেন। যদিও প্রথম ১০ ওভারে তাদের কোনো সাফল্য ধরা দেয়নি। ১৪তম ওভারে প্রথম ক্যারিবীয় শিবিরে আঘাত হানেন তাসকিন, এক ওভার পর আক্রমণে এসে আবারও তার আঘাত।

স্বাগতিক অধিনায়ক ক্রেইগ ব্রাফেটকে এলবিডব্লু’র ফাঁদে ফেলে বাংলাদেশকে প্রথম সাফল্য দেন তাসকিন। এর আগপর্যন্ত অবশ্য ডানহাতি এই ব্যাটারকে বেশ সংগ্রাম করতে হয়েছে। আউট হয়ে ফেরার আগে খেলেছেন ৩৮ বলে ৪ রানের ইনিংস। তাসকিনের কিছুটা লাফিয়ে ওঠা অফ-স্টাম্পের বলে ব্যাট চালিয়ে স্পর্শ পাননি ব্রাফেট। ছোট ফাঁকা জায়গা খুঁজে নিয়ে বল আঘাত হানে তার পায়ে। রিভিউ নিয়েও সফল হননি ব্রাফেট।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *