মো: আল-আমিন (পটুয়াখালী): জেলার কলাপাড়া – কুয়াকাটা মহাসড়কের হাজীপুর এলাকায় সোনাতলা নদীর উপর নির্মিত শেখ জামাল সেতুর দুটি গার্ডারে বালুবোঝাই কার্গোর ধাক্কায় এর সুরক্ষা দেয়াল বা ফেন্ডার পাইল ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ সময় ওই সুরক্ষা দেয়ালের পাশে মাছ ধরতে যাওয়া জেলে নুরুল ইসলাম নৌকাসহ পানিতে ডুবে যান ও পরে সাঁতরে তীরে উঠেন।
সেতুর কাছে নিজামপুর এলাকায় কোস্টগার্ডের একটি আউটপোস্ট আছে। ওই আউটপোস্টের কমান্ডিং অফিসার মো. হুমায়ুন কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বিষয়টি কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের জানানো হয়েছে। তারা পরবর্তী ব্যবস্থা নেবেন।’
তিনি আরো বলেন, ‘প্রায় ৩২ হাজার ঘনফুট বালুবোঝাই এমভি ফাহিম মোল্লা কার্গোটি কুয়াকাটা সংলগ্ন খাজুরা থেকে পায়রা বন্দর যাচ্ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে শেখ জামাল সেতুর গার্ডারের সুরক্ষা দেয়ালে ধাক্কা দেয়।’
কার্গোটির চালক মো. শফিক বলেন, ‘প্রচণ্ড স্রোতের টানে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।’
জানতে চাইলে পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর মোহাম্মাদ কামরুল হাসান বলেন, ‘বিষয়টি আমরা সেতু কর্তৃপক্ষকে জানাবো। সেখানকার টেকনিক্যাল টিম সরেজমিনে পরিদর্শন করে কার্গোর ধাক্কায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করবেন।’
এ ঘটনায় সড়ক ও জনপথ দপ্তরের কার্যসহকারী তারিকুল ইসলাম সৈকত মহিপুর থানায় মহিপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা আইনগত ব্যবস্থা নেব।’
উল্লেখ্য, সাড়ে ৪৩ কোটি টাকা ব্যয়ে সড়ক ও জনপথ দপ্তর নির্মিত ৪৮২ দশমিক ৩৭ মিটার দীর্ঘ ও ১০ দশমিক ২৫ মিটার প্রস্থের এ সেতুটি ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন।