পরীমণির সঙ্গে তারকা গায়ক শেখ সাদীর সাম্প্রতিক ঘনিষ্ঠতা শোবিজে নতুন আলোচনার জন্ম দিয়েছে। গুঞ্জনের কেন্দ্রবিন্দুতে এসে আরও আলোচনায় জড়িয়েছে সাদী যখন গতকাল ঢাকার আদালতে চিত্রনায়িকা পরীমণির জামিনদার হিসেবে নাম লেখান।
সকাল ১০টা ২৭ মিনিটে আদালত প্রাঙ্গণে উপস্থিত হন চিত্রনায়িকা পরীমণি। তার আইনজীবীরা জামিননামা লেখার সময় পাশে বসা তরুণ সঙ্গীতশিল্পী শেখ সাদী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত জানান, “জামিন প্রক্রিয়ায় আমার পাশাপাশি শেখ সাদী স্থানীয় জামিনদার হিসেবে সহযোগিতা করেছেন।”
শেখ সাদী গণমাধ্যমে বলেন, “পরীমণি আমার সহকর্মী। তার বিপদে পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব মনে করেছি।” তিনি আরও জানান, তাদের পেশাগত সম্পর্ক দীর্ঘদিনের এবং পরীমণির ইতিবাচক মানসিকতার কথা উল্লেখ করেন। পরীমণির সোশ্যাল মিডিয়ায় শেখ সাদীর উপস্থিতি নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনার সূত্রপাত। সম্প্রতি পরীর শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, শেখ সাদী পরীমণির ছেলে রাজ্যের সঙ্গে খেলায় মত্ত। এমন পোস্ট থেকেই তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জনের জন্ম হয়েছে।
কিন্তু সম্পর্কের বিষয়ে সাদী ধোঁয়াশা রেখে বলেছেন, “মানুষ যতভাবে ভাবতে চাইবে, ততভাবেই গুঞ্জন উঠবে। তবে পরীমণি আমার শুভাকাঙ্ক্ষী এবং আমরা একে অপরকে সম্মান করি।”গণমাধ্যমে পরীমণি বলেন, “আমি খুব অসুস্থ থাকায় পরিস্থিতি কিছুটা কঠিন ছিল। সাদী আমাকে সাহস দিয়েছে। তিনি শুধু সহকর্মীই নন, একজন ভালো মনের মানুষ।” চিত্রনায়িকা পরীমণির জীবনে নানা ঘটনার রেশ ধরে গণমাধ্যমে আলোচনার অভাব নেই। ‘গুণিন’ সিনেমার সময় তার প্রথম স্বামী রাজের সঙ্গে প্রণয়, পরে বিবাহবিচ্ছেদ এবং সন্তান রাজ্য নিয়ে একক মাতৃত্বের পরিধি সবসময় তার অনুরাগীদের নজরে।
পরীমণি বর্তমানে ব্যবসায়ী নাসির ইউ মাহমুদের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলায় সাক্ষ্য প্রদান করছেন। পাশাপাশি, তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার খবর দেশের সাংস্কৃতিক অঙ্গনে বড় আলোচনায় রূপ নিয়েছে।
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম