জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম দাবি করেছেন, শেখ হাসিনা গত ১৬ বছরে দেশে বিভিন্ন অবকাঠামো উন্নয়নের মাধ্যমে যেসব সাফল্য দেখিয়েছেন, তার পিছনে আসলেই বিপুল পরিমাণ অপকর্ম সংঘটিত হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম হল রুমে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, “শেখ হাসিনা এই ১৬ বছরে মেট্রোরেল, পদ্মাসেতু, এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেলের মতো বৃহৎ অবকাঠামো তৈরি করেছেন। তবে, দেশের উন্নয়ন শুধু কিছু সড়ক কিংবা সেতু নির্মাণে সীমাবদ্ধ নয়। এমনকি, দেশের উন্নতি সম্পর্কে প্রকাশিত এসব অবকাঠামোর কাজের বাইরেও বিপুল পরিমাণ দুর্নীতি ও অপকর্ম সংঘটিত হয়েছে। এগুলো শুধুমাত্র জনগণের চোখে আঙুল দিয়ে দেখানোর জন্য তৈরি করা হয়েছে।”
তিনি আরও বলেন, “যখন এমন গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণের মাধ্যমে শুধু কিছু মানুষের স্বার্থ হাসিল করা হয়, তখন তা জাতীয় স্বার্থের জন্য এক বৃহৎ বিপদ হয়ে দাঁড়ায়।”
জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভার উদ্দেশ্য সম্পর্কে সারজিস আলম আরও বলেন, “জাতীয় নাগরিক কমিটি কোনও রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, বরং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে একটি দায়িত্ব গ্রহণ করেছে। আমরা আগামীতে যে সরকারই আসুক, তার কাছে সরকারের জবাবদিহি নিশ্চিত করতে কাজ করব। একইভাবে, আগামীর বাংলাদেশে নেতৃত্ব তৈরির কাজও করবে জাতীয় নাগরিক কমিটি।”
তিনি একান্তভাবে দাবি করেন, “গত ১৬ বছরে শেখ হাসিনার শাসনামলে দেশের রাজনীতিতে স্বৈরাচারের ছাপ পড়েছে, যার ফলে লিডারশিপের অভাব দেখা দিয়েছে। আজকের দিনে বাংলাদেশে রাজনৈতিক নেতৃত্ব গড়ে ওঠেনি, বরং তৈরি হয়েছে কিছু ‘দাস’ এবং ‘দালাল’।”
তিনি বলেন, “আগামীতে আমাদের জাতীয় নাগরিক কমিটি শুধু রাজনৈতিক নেতৃত্বই নয়, বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় নেতৃত্ব তৈরির কাজ করবে, যা দেশকে একটি শক্তিশালী জাতিতে পরিণত করবে।”
মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম