বরিশাল অফিস :: বরিশালসহ সারাদেশে সত্যপ্রবাহ বইছে এতে করে জনজীবন বিপর্যস্ত তাই বরিশালের জেলা প্রশাসনের উদ্যোগে আজ (১৪ জানুয়ারি) বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরিশাল সদর উপজেলার গিলাতলী আশ্রয়ণ প্রকল্পের ৫ শতাধিক উপকার ভোগীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে পাওয়া কম্বল বিতরণ করেন প্রধান অতিথি হিসেবে,বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বরিশাল জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল মনদীপ ঘরাই, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর আবদুল মতিন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান বরিশাল সদর এ্যাডঃ মাহবুবুর রহমান মধু, চেয়ারম্যান চরবাড়িয়া ইউনিয়ন মাহাতাব উদ্দিন সুরুজ।
শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরিশাল আশ্রয়ণ প্রকল্পের উপকার ভোগীদের মাঝে কম্বল বিতরণ করেন এবং তাদের খোঁজ খবর নেন।