চন্দ্রদ্বীপ ডেস্ক :: শেখ হাসিনার পতনের বিষয়টি ভারতের জন্য গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর। তিনি বলেছেন, “ভারতের সঙ্গে বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক এখন খারাপ।”
শনিবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে ‘জুলাই গণ-অভ্যুত্থান: জনগণের হাতে ক্ষমতা চাই, জনগণের সরকার-সংবিধান-রাষ্ট্র চাই’ শীর্ষক আলোচনায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি দাবি করেন, ভারত শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে যে চেষ্টা করেছে, তা থেকে তারা এখন অস্বস্তিতে রয়েছে।
বদরুদ্দীন উমর বলেন, “আওয়ামী লীগের সংগঠনগুলো এখন দুর্বল হয়ে পড়েছে। তারা যদি ভাবেন আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, তাহলে সেটা বাস্তবসম্মত নয়। ১৯৫৪ সালে মুসলিম লীগ যেভাবে শেষ হয়েছিল, ঠিক তেমনই আওয়ামী লীগের ভবিষ্যৎও দেখতে পাচ্ছি।”
তিনি উল্লেখ করেন, “গত সাড়ে ১৫ বছরে জনগণের ওপর যে অত্যাচার হয়েছে, তার জন্য গণ-অভ্যুত্থান হয়েছে। নির্বাচন প্রহসনে পরিণত হয়েছে।”
শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙা এবং তার বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও উল্লেখ করেন বদরুদ্দীন উমর। তিনি বলেন, “মুজিবের নামকে ব্যবহার করে প্রচারণা চালানো হয়েছে, যার ফলে এই প্রতিবাদের সৃষ্টি।”
তিনি রাজনৈতিক সংস্থা পরিবর্তনের প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন, “বর্তমান সরকার জনগণের অবস্থার পরিবর্তন ঘটাতে পারবে না। বিএনপি নির্বাচিত হলেও পূর্বের কার্যক্রমের পুনরাবৃত্তি ঘটতে পারে।”