পটুয়াখালী প্রতিনিধি :: ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যার ঘটনায় শেখ হাসিনাসহ তার দোসরদের ফাঁসির দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে পটুয়াখালী জেলা বিএনপি।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল এসে জড়ো হয় পটুয়াখালী নদী বন্দরের সামনে। পরে বেলা ১১টায় জেলা বিএনপির আহবায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব শ্নেহাশু সরকার কুট্টি।
অবস্থান কর্মসূচিতে জেলা বিএনপির অঙ্গ সংগঠনের সব নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার ফাঁসি কার্যকর করা হোক। আমাদের মধ্যে অনেক চিহ্নিত আওয়ামী লীগ ঢুকে পড়েছে তাদের প্রতিহত করতে হবে।