শিরোনাম

শেখ হাসিনার বর্তমান অবস্থান জানালেন ছেলে জয়

Views: 42

চন্দ্রদ্বীপ ডেস্ক :: ছাত্র-জনতার অভ্যুত্থানে নিজের শেষ শক্তি প্রয়োগ করেও টিকে থাকতে না পেরে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। হাসিনার ভারতে অবস্থান নিয়ে গত দুমাস ধরে দেশে চলছে নানান গুঞ্জন।

গুঞ্জন ওঠে, ভারতে নাকি স্থায়ী হবেন না শেখ হাসিনা। এরইমধ্যে রোববার (৬ অক্টোবর) রাত থেকে নতুন করে গুঞ্জন ছড়ায়- ভারত ছেড়ে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে পাড়ি জমিয়েছেন শেখ হাসিনা। দেশটির আজমান শহরে তিনি অবস্থান করছেন বলেও চাউর হতে থাকে।

চারদিকে যখন শেখ হাসিনার অবস্থান নিয়ে নানান গুঞ্জন ঠিক সেই মুহূর্তে মায়ের বর্তমান অবস্থান নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন ছেলে সজীব ওয়াজেদ জয়।

সোমবার (৭ অক্টোবর) রাতে দেশের বেসরকারি সংবাদমাধ্যম চ্যানেল ২৪-কে জয় জানান, শেখ হাসিনার ভারত ছেড়ে যাওয়ার খবরটি সঠিক নয়। তার মা এখনও ভারতেই আছেন।

তিনি বলেন, আমার মা ভারত ছেড়ে গিয়েছে বলে যে খবর চাউর হয়েছে সেটি সঠিক নয়। তিনি এখনও ভারতেই অবস্থান করছেন।

এদিকে শেখ হাসিনার অবস্থান সম্পর্কে সরকারের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ের সাংবাদিকদের জবাবে তিনি বলেন, ভারত ও ইউএই- এই দুই দেশেই সরকারিভাবে শেখ হাসিনার অবস্থানের বিষয়ে জানতে চাওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে দেশে দায়ের হওয়া মামলার পরিপ্রেক্ষিতে আদালত বললে তাকে দেশে ফেরাতে সরকার উদ্যোগ নেবে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *