বরিশাল অফিস :: বিগত ১৫ বছরে বিএনপিসহ অন্যান্য দলের কয়েক হাজার নেতাকর্মীকে গুম, খুন-জখম, শাপলা চত্বরে পৈশাচিক কায়দায় হত্যা, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নির্বিচারে গুলি করে হত্যা ও জখমের নির্দেশদাতা শেখ হাসিনা ও তার দানবীয় বাহিনীর বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল জেলা দক্ষিণ ও মহানগর যুবদলের আয়োজনে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয় বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলের শুরুতে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান।
বক্তব্য রাখেন সহ-সভাপতি অ্যাডভোকেট এইচএম তছলিম উদ্দিন, সালাউদ্দিন নাহিদ, যুগ্ম সম্পাদক নুরুল আমিন কায়েস, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাযহারুল বাসলাম জাহান প্রমুখ।
অপরদিকে একই দাবিতে জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকনের নেতৃত্বে নগরীর জেলখানা মোড় এলাকা থেকে কালো পতাকার মিছিল বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। অন্যদিকে জেলা ও মহানগর ছাত্রদলের আয়োজনে দলীয় কার্যালয় থেকে অনুরূপ বিক্ষোভ মিছিল করা হয়েছে।