Views: 31
পটুয়াখালী প্রতিনিধি :: ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সহযোগীদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি হয়েছে। এতে পটুয়াখালী জেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বুধবার (১৪ আগস্ট) বেলা ১১টায় শহরের বনানী মোড়ে বিএনপির কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় বক্তারা বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করা হোক।’
এদিন জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে কর্মসূচিতে সদস্যসচিব স্নেহাংশু সরকার কুট্টি প্রধান অতিধি ছিলেন।