শিরোনাম

শেখ হাসিনার বিচার দাবিতে পটুয়াখালীতে যুবদলের বিক্ষোভ

Views: 11

গত ১৭ বছর ধরে বিএনপি ও সমমনা দলের নেতাকর্মীদের গুম-খুন এবং সাম্প্রতিক ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর গুলিবর্ষণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবিতে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল।

মঙ্গলবার বিকেলে পটুয়াখালী শহরের শের ই বাংলা সড়কে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীর বাসভবনের সামনে থেকে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক তৌফিক আলী খান কবিরের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

বিক্ষোভকারীরা শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন, যার মধ্যে বিডিআর বিদ্রোহ, হেফাজতের আলেমদের ওপর নির্যাতন, সাগর-রুনি হত্যাকাণ্ড, ইলিয়াস আলীসহ অনেক নেতাকর্মীর গুম এবং সাম্প্রতিক ছাত্র জনতার ওপর সহিংসতা অন্তর্ভুক্ত ছিল।

এ সময় জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক তৌফিক আলী খান কবির বলেন, “এইসব ঘটনা প্রমাণ করে যে, বর্তমান সরকার বিরোধী দলগুলোর কণ্ঠরোধ করার জন্য দমনমূলক পদক্ষেপ নিচ্ছে।”

মিছিল শেষে বক্তারা দাবি করেন, দেশের গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠার জন্য শেখ হাসিনার বিচার হওয়া উচিত।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *