চন্দ্রদ্বীপ ডেস্ক :: বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় কিশোরগঞ্জের ভৈরবে হাজী আসমত সরকারি কলেজ মাঠে আয়োজিত এক গণসমাবেশে বলেছেন, গণঅভ্যুত্থানের সময় হাজারো ছাত্র-জনতাকে হত্যার দায়ে শেখ হাসিনাসহ খুনিদের কঠিন শাস্তি দিতে হবে।
তিনি আরও বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, এবং তাকে দ্রুত দেশে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। মামুনুল হক উল্লেখ করেন, “পরাজিত শক্তি বসে নেই, তারা এখনো ষড়যন্ত্র করছে। যদি হাজারো ছাত্র-জনতার রক্ত বৃথা যায়, তাহলে দেশ আবারও ফ্যাসিবাদের কবলে পড়বে।”
গণসমাবেশে বক্তৃতাকালে তিনি আরও বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ কোনো নির্দিষ্ট দলের একক সম্পত্তি নয়, এবং স্বাধীনতার নেতৃত্ব কোনো ব্যক্তির একক ইজারাদারি হতে পারে না। জাতির পিতা কোনো বিতর্কিত ব্যক্তি হতে পারেন না। মামুনুল হক আরও বলেন, “শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা দেশের টাকা বিদেশে পাচার করেছেন, যা দেশে ফেরত এনে জাতীয় কল্যাণে ব্যবহার করা উচিত।”
আরো পড়ুন :শমসের মবিন চৌধুরী আটক
**গণসমাবেশ ও রাজনৈতিক বক্তব্য**
বাংলাদেশ খেলাফত মজলিস ভৈরব উপজেলা শাখা আয়োজিত এ গণসমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা শাখার আহ্বায়ক মাওলানা আব্দুল্লাহ্ আল আমীন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা। মামুনুল হক তার বক্তব্যের শেষে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের জন্য তার দলের প্রার্থী মাওলানা আতাউল্লাহ আমীনকে পরিচয় করিয়ে দেন।
গণসমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব জালাল উদ্দিন আহম্মদ, আবদুল আজিজ, নির্বাহী সদস্য মাওলানা হেদায়েত উল্লাহ হাদি প্রমুখ। সমাবেশে স্থানীয় কওমি মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী এবং ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।