বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “শেখ হাসিনার পালানোয় যদি এতই মায়া হয়, তবে ভারতের উচিত হাসিনার জন্য আরও একটি তাজমহল নির্মাণ করা।”
রোববার (১৭ নভেম্বর) লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের চতুর্থ আসরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, “প্রতিদিন ভারতের মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। একটি স্বাধীন দেশ নিয়ে তারা কেন এভাবে অপপ্রচার করছে? আমরা হিন্দু, মুসলিম একত্রে শান্তিতে বসবাস করি, কিন্তু তারা পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে। এটা বন্ধ করতে হবে।”
বক্তব্যে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানও তুলে ধরেন। রিজভী বলেন, “৭ নভেম্বর জনগণ ও সিপাহীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় জিয়াউর রহমানকে ক্ষমতায় বসানো হয়। এরপর থেকেই কৃষি, কারখানা ও দেশের উন্নয়নে তার অবদান অমূল্য।”
তিনি আরও বলেন, “অন্যদিকে, মেগা প্রকল্পের নামে আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, কিন্তু জিয়াউর রহমান কখনও এমন মেগা প্রকল্পের নামে দুর্নীতি করেননি।”
রিজভী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে বলেন, “শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে হাজার কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে। আওয়ামী লীগ তাদের অবৈধ ক্ষমতা ধরে রাখার জন্য অর্থ পাচার করেছে এবং দেশের জনগণকে দুর্ভোগে ফেলেছে।”
তিনি খালেদা জিয়ার বিরুদ্ধে অপপ্রচারেরও তীব্র সমালোচনা করেন। রিজভী বলেন, “জিয়া পরিবার ও খালেদা জিয়ার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, কিন্তু প্রমাণ কিছুই পাওয়া যায়নি।”
রিজভী বলেন, “আওয়ামী লীগ দুর্বৃত্তের দল, এটাই বিএনপির সাথে তাদের পার্থক্য। খালেদা জিয়া কখনও পালাননি, কিন্তু শেখ হাসিনা পালিয়েছেন।” তিনি আওয়ামী লীগকে আক্রমণ করে বলেন, “বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংক লোপাট হওয়ার দায়ও শেখ হাসিনার সরকারের।”
শেষে রিজভী প্রতিবেশী দেশ ভারতকে সতর্ক করে বলেন, “ভারত হরিলুটতন্ত্র ও পাচারতন্ত্রকে আবারও ক্ষমতায় বসানোর চক্রান্ত করছে। এই চক্রান্ত রুখতে অন্তর্বর্তী সরকার এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও সতর্ক থাকতে হবে।”
এসময় উপস্থিত ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম রফিক, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামছুজ্জামান সামু, এবং লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক একেএম মমিনুল হকসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।
লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে এই ফুটবল টুর্নামেন্টে রংপুর বিভাগের ১০টি সাংগঠনিক জেলা বিএনপির দল অংশগ্রহণ করছে। প্রতিটি আসরে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম