শিরোনাম

শেবাচিমে অগ্নিকান্ড: রোগীদের মাঝে আতঙ্ক

Views: 62

 

বরিশাল অফিস : বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের দ্বিতীয় তলার এক্সরে বিভাগে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ খবর ছড়িয়ে পড়লে রোগী ও তাদের স্বজনদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পরে। এ সময় তারা ছোটাছুটি শুরু করে। অনেকেই দৌঁড়ে হাসপাতালের বাহিরে চলে যায়।

খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে এক্সরে বিভাগের করিডোরে। বুধবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ এইচএম সাইফুল ইসলাম জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনার পর ইলেকট্রিক ইঞ্জিনিয়ারদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অগ্নিকাণ্ডে একটি এসি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন হাসপাতালের ওইবিভাগ ছাড়া সবস্থানে বিদ্যুৎ সরবরাহ ঠিক আছে। তিনি আরও জানান, ঘটনার পিছনে কারও দায়িত্বে অবহেলা বা অন্য কিছু রয়েছে কিনা সেটি খতিয়ে দেখতে জেলা প্রশাসক ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিদের নিয়ে তদন্ত কমিটি গঠণ করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বরিশাল বিভাগের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) বেলাল উদ্দিন বলেন, এক্সরে বিভাগের করিডোরে একটি বৈদ্যুতিক (ডিপি) বোর্ড থেকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক তার অথবা কোন গোলযোগ থেকে আগুনের সূত্রপাত ঘটেছিলো। তবে তদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *