শিরোনাম

শেবাচিম হাসপাতাল থেকে রিয়াল দিয়ে প্রতারণা চক্রের সদস্য আটক

Views: 38

বরিশাল অফিস: বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সৌদি আরবের জাল রিয়াল দিয়ে প্রতারণা চক্রের এক সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার বিকেলে এ অভিযান করা হয় বলে ডিবির পরিদর্শক মো. ছগির হোসেন জানিয়েছেন। আটক প্রতারক মো. রুহুল আমিন মিন্টু (৪০) আমতলী উপজেলার বাইনবুনিয়া গ্রামের মৃত চান মিয়ার ছেলে।

পরিদর্শক ছগির হোসেন জানান, জাল রিয়াল দিয়ে সহজ-সরল মানুষকে ধোকা দিয়ে টাকা হাতিয়ে নেয়ার চক্রটি হাসপাতাল এলাকায় অবস্থান নেয়। গোপনে এ খবর পেয়ে অভিযান করে মিন্টুকে আটক করা হয়। তবে অপর দুই সহযোগি পালিয়েছে।

পরিদর্শক জানান, মিন্টুর কাছ থেকে একটি হুইল সাবানের উপর নিচে ১৮চি একশত ও ৫০ সৌদি রিয়াল লেখা দুইটি বা-িল উদ্ধার করা হয়েছে। আটক মিন্টুসহ তিনজনের বিরুদ্ধে ডিবি পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *