শেরপুর সদর উপজেলায় একটি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। রোববার বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর-ঢাকা মহাসড়কের শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের পিটিআই’র সামনে এই দুর্ঘটনা ঘটে।
শেরপুর সদর থানার এসআই আনসার আলী জানান, রিফাত পরিবহন নামের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
এদিকে, এসআই আনসার আলী আরও জানান, নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তারা। পুলিশ দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
এটি একটি ভয়াবহ দুর্ঘটনা, যার মধ্যে অটোরিকশার যাত্রীরা গুরুতর আহত হন। শেরপুরের মহাসড়কে এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধের জন্য কর্তৃপক্ষের আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি উঠেছে।
মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম