বাংলাদেশের প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-এ রংপুর রাইডার্সের জন্য এক অবিশ্বাস্য জয়। টানা ৬ ম্যাচে জয়লাভ করে আকাশে উড়তে থাকা রংপুরকে হারানোর সুযোগ হাতছাড়া করেছে খুলনা টাইগার্স। শেষ পর্যন্ত রোমাঞ্চকর ম্যাচে খুলনাকে হারিয়ে ৭ ম্যাচে টানা সপ্তম জয় তুলে নিল রংপুর।
সিলেট পর্বের শেষ ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে রংপুর রাইডার্স ১৮৬ রান সংগ্রহ করে। প্রথমে ব্যাটিংয়ে নেমে স্টিভেন টেলরের ৮ বলের ১৩ রান ছাড়া রংপুরের ওপেনিংটি কিছুটা বিপর্যস্ত হয়। তবে, ইফতেখার আহমেদ এবং খুশদিল শাহের দারুণ ব্যাটিংয়ের পর ১৮৬ রানের সংগ্রহ দাঁড়ায়। ইফতেখার ৩৬ বলে ৪৩ রান করেন এবং খুশদিল শাহ ৩৫ বলে ৭৫ রানের অপরাজিত ইনিংস খেলে দলের সংগ্রহে বড় ভূমিকা রাখেন। খুলনা টাইগার্সের পক্ষে ২টি করে উইকেট নেন আবু হায়দার এবং হাসান মাহমুদ।
১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে খুলনা শুরুর দিকে দারুণ ব্যাটিং করলেও শেষ পর্যন্ত হেরে যায়। মেহেদী হাসান মিরাজের ২৪ বলে ৩৯ রান এবং আফিফ হোসেনের ১৫ বলে ২৯ রান জয়ের পথ প্রশস্ত করলেও দলের বাকিরা শেষের দিকে উইকেট হারাতে থাকে। ২০ ওভারে ১৭৮ রান তুলে খুলনা ৮ রানে হেরে যায়। রংপুরের বোলাররা দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়ে তাদের জয়ের পথে সহায়ক হয়ে ওঠেন। আকিফ জাভেদ ৩টি উইকেট নেন, মোহাম্মদ সাইফউদ্দিন এবং মেহেদী হাসান ২টি করে উইকেট শিকার করেন।
রংপুর রাইডার্সের জন্য এই জয়টি বিশেষ উল্লেখযোগ্য, কারণ তারা বিপিএলে টানা ৭ ম্যাচে জয় লাভ করেছে। ম্যাচ শেষে রংপুরের খেলোয়াড়রা জয়োল্লাসে মেতে ওঠে, আর খুলনা টাইগার্সের খেলোয়াড়দের হতাশা ফুটে ওঠে।
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম