প্রিয়াঙ্কা জামান, শোবিজের তারকা যিনি উপস্থাপনা, নাটক, বিজ্ঞাপন এবং চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিত হয়েছেন। তবে ১৭ বছরের দীর্ঘ ক্যারিয়ারে তিনি তেমন পরিচিতি পাননি, কিন্তু তার কাজের ধারা একইভাবে চলতে থাকে।
২০১৩ সালে ‘ছায়াছন্দ’ উপস্থাপনার মাধ্যমে শোবিজে পদার্পণ করেন প্রিয়াঙ্কা। এরপর বিভিন্ন নাটকে কাজ শুরু করেন এবং চলচ্চিত্রে মনোয়ার হোসেন ডিপজল, বাপ্পী দের সঙ্গেও অভিনয় করেছেন। তবে বিভিন্ন কারণে তার ক্যারিয়ার এগিয়ে যেতে পারেনি। তবে এখনো তিনি সুযোগ পেলেই নাটক, বিজ্ঞাপন এবং উপস্থাপনায় কাজ করছেন। এছাড়া ফ্যাশন ডিজাইনিংয়ে নিজের দক্ষতা প্রকাশ করেছেন এবং জনপ্রিয় গানের মিউজিক ভিডিওতেও মডেল হিসেবে অংশ নিয়েছেন।
প্রিয়াঙ্কা জামান শোবিজে কাজ করলেও তার ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা আলোচনা হয় না। তবে তার ধর্মীয় দায়িত্ব পালন এবং ধর্মীয় অনুভূতি নিয়ে তিনি যথেষ্ট সতর্ক। প্রায়ই তিনি সাক্ষাৎকারে নিজের ধর্মীয় বিশ্বাসের কথা তুলে ধরেন। এমনকি শোনা গেছে, তিনি একসময় মাদরাসা ছাত্রী ছিলেন।
সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জামান জানান, তার সর্বশেষ ইচ্ছা হলো হাফেজি পড়া শেষ করা। তিনি বলেন, “আমি ছোট থেকেই যা চেয়েছি, আল্লাহর কাছে নিয়ত করে, সবকিছুই পেয়েছি। আমার ইচ্ছা ছিল ফ্যাশন ডিজাইনার হতে, সেটাও ২০২০ সালে সফল হয়েছি। এখন আমার শেষ ইচ্ছা, হাফেজি পড়াটা সম্পন্ন করব, ইনশাআল্লাহ।”
শোবিজ জগতের মানুষ হলেও, প্রিয়াঙ্কার জীবনে ধর্মীয় বিশ্বাসের গুরুত্ব অত্যন্ত বেশি। তিনি এমন একজন জীবনসঙ্গী চান, যিনি ধার্মিক। এমনকি তার জীবনের সঙ্গী যদি সত্যিই ধার্মিক হন, তবে তিনি শোবিজ থেকে অবসর নেবেন বলেও জানিয়েছেন।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম