শিরোনাম

শ্রমিকদের জন্য মালয়েশিয়ার মাল্টিপল-এন্ট্রি ভিসা প্রদানের আহ্বান

Views: 5

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার প্রতি বাংলাদেশি শ্রমিকদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা প্রদান করার আহ্বান জানিয়েছেন, যাতে তারা প্রয়োজন অনুযায়ী সহজে দেশে ফিরতে পারেন।

১৩ জানুয়ারি, সোমবার, রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে আসলে তিনি এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টা এ সময় আরও বলেন, আগামী মে মাসের মধ্যে যারা নির্ধারিত সময়ে কাজে যোগ দিতে পারবেন না, তাদের ১৮ হাজার শ্রমিকের প্রবেশের সুযোগ নিশ্চিত করার জন্য মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেন।

হাইকমিশনার মোহাম্মদ সুহাদা জানান, মালয়েশিয়া ও বাংলাদেশের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি যৌথ কারিগরি কমিটি গত ৩১ ডিসেম্বর কুয়ালালামপুরে বৈঠক করেছে এবং মঙ্গলবার (১৪ জানুয়ারি) একই বিষয়ে আরেকটি বৈঠক করার পরিকল্পনা রয়েছে।

অধ্যাপক ইউনূস ২০২২ সালের অক্টোবর মাসে ঢাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের কথা স্মরণ করেন এবং আশা প্রকাশ করেন যে, মালয়েশিয়া দ্রুত এই প্রক্রিয়া এগিয়ে নেবে, যাতে বাংলাদেশি শ্রমিকদের পরবর্তী দলটি মালয়েশিয়ায় কাজের জন্য যেতে পারে।

প্রধান উপদেষ্টা মালয়েশিয়াকে অভিনন্দন জানান, কারণ তারা চলতি বছরের ১ জানুয়ারি থেকে আসিয়ান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছে। এছাড়া তিনি বাংলাদেশকে আসিয়ানের সেক্টোরাল ডায়ালগ পার্টনার এবং পরবর্তীতে পূর্ণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য মালয়েশিয়ার সমর্থন চেয়েছেন। তিনি আরও বলেন, আসন্ন আন্তর্জাতিক সম্মেলনে রোহিঙ্গা সংকটের নিরসনকল্পে আসিয়ানের সমর্থন প্রয়োজন হবে।

প্রধান উপদেষ্টা নতুন মালয়েশিয়ান হাইকমিশনারকে বাংলাদেশে মালয়েশীয় বিনিয়োগ এবং কারখানা স্থানান্তরের বিষয়ে কাজ করার আহ্বান জানান, যাতে দেশের যুবশক্তিকে কাজে লাগানো যায় এবং দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হয়।

তিনি জানান, বাংলাদেশ ২০২৫ সালের মাঝামাঝি সময়ে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের পঞ্চম যৌথ কমিশন বৈঠক আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *